রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে দেরি করছে বাংলাদেশ: মিয়ানমার

0
626

খুলনা টাইমস ডেস্ক :
বাংলাদেশ রোহিঙ্গাদের ফেরানোর প্রক্রিয়া দীর্ঘায়িত করছে বলে অভিযোগ করেছে মিয়ানমার। সেদেশের সরকারের দাবি, এই ইস্যুতে বিপুল আন্তর্জাতিক সহায়তা পাওয়ার আশায় কালক্ষেপণ করছে ঢাকা। মঙ্গলবার সংবাদ সম্মেলনে অং সান সু চির মুখপাত্র জ তাই এ অভিযোগ করেন।

মুখপাত্র বলেন, ১৯৯০ সালের চুক্তি অনুযায়ী রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু করতে প্রস্তুত মিয়ানমার। ১৯৯০ এর দশকে রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তির আলোকেই এই ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া চলতে পারে বলে জানান তিনি।

তবে বাংলাদেশ এখনও ওই চুক্তির শর্তগুলোর বিষয়ে সিদ্ধান্ত জানায়নি। ২৫ আগস্টের পর রাখাইন রাজ্যে সেনা অভিযানে মুখে বাংলাদেশে পালিয়ে আসে ৬ লাখেরও বেশি রোহিঙ্গা।

এদের ফিরিয়ে নিতে কফি আনান কমিশনের সুপারিশসহ ১০ দফা প্রস্তাব দেয় বাংলাদেশ। রোহিঙ্গা ইস্যুতে অভিযোগ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর কাছে সাংবাদিকরা জানতে চাইলে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি তিনি।