ইউনেস্কোকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

0
612

 

খুলনা টাইমস ডেস্ক :
বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণকে ইউনেস্কোর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি বাঙালি জাতি ও বাংলা ভাষার জন্য গৌরবের। এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংস্থাটিকে ধন্যবাদ জানিয়েছেন।

ঐতিহাসিক এ ভাষণ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর মেমোরি অফ দা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে যুক্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন শেখ হাসিনা।

এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ অগাস্ট জাতির পিতাকে স্বপরিবারে হত্যার পর ওই ভাষণ গণমাধ্যমে প্রচার নিষিদ্ধ করা হয়। কিন্তু বঙ্গবন্ধুর কণ্ঠ সাধারণ মানুষের হৃদয় থেকে কোনদিনই মুছে যায়নি।

শেখ হাসিনা আরও বলেন, সশস্ত্র মুক্তিযুদ্ধে জাতির পিতার সাতই মার্চের ভাষণের দিক-নির্দেশনাই ছিল সে সময়ের জাতীয় ঐক্যের মূলমন্ত্র। এর আবেদন আজও অম্লান।