খানাবাড়ী গার্লস স্কুলে ‘ বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি ’ শীর্ষক সভা

0
698

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি:
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) চলমান কর্মসূচী মোতাবেক খানাবাড়ী গালর্সমাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে সোমবার সকাল ১০ টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি শীর্ষক কার্যক্রম বা¯তবায়নের লক্ষে ৭ম শ্রেণীর ছাত্র/ ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামানের পরিচালনায় মুক্তিযোদ্ধা সাক্ষাৎকার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সম্মুখ যুদ্ধে অংশগ্রহনকারী বীর মুক্তিযোদ্ধা মোঃ মাকসুদুল আলম খাজা, বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধার সন্তান সত্যজিৎ দত্ত,আমন্ত্রিত অতিথি ছিলেন বিশিষ্ট কবি এস.এম আব্দুর রহমান, অনুষ্ঠানে ৭ম শ্রেণীর ছাত্র/ ছাত্রীবৃন্দ দেশাত্ববোধক সঙ্গীত পরিবেশন করে। অনুষ্ঠানে ভিডিও চিত্র ধারন ও মুক্তিযোদ্ধা সম্পর্কে বিশেষ আলোচনা করা এবং ছাত্র/ ছাত্রীদেরকে মুক্তিযোদ্ধা সম্পর্কেধারনা দেয়া হয়। সাক্ষাৎকার গ্রহনে শিক্ষার্থীদের সহায়তা করেন বাংলা বিষয়ক সহকারী শিক্ষক মোঃ জিয়াউর রহমানের বিদ্যালয়ের ইংরেজী বিষয়ক সহকারী শিক্ষক জোয়াদ্দার মোঃ জিয়াউল হাসান তুহিন, সামাজিক বিজ্ঞান বিষয়ক শিক্ষক খাদিজা আক্তার প্রমুখ।