জাতীয় পরিবেশ পদকের জন্য আবেদন আহবান

0
229

তথ্য বিবরণী:
পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে যোগ্য ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে জাতীয় পরিবেশ পদক-২০২১ এর আবেদন আহবান করা হয়েছে।
জাতীয় পরিবেশ পদক প্রদানের ব্যক্তিপর্যায়ের তিনটি ক্যাটাগরি হলো: পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ, পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার এবং পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন। প্রাতিষ্ঠানিক পর্যায়ের তিনটি ক্যাটাগরি হলো: পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ, পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার এবং পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন।
আগামী ৫ জুন বিশ^ পরিবেশ দিবসের অনুষ্ঠানে বা সরকার কর্তৃক যে কোন সুবিধাজনক সময়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পরিবেশ পদক প্রদান করা হবে। আগামী ৩১ মার্চ-২০২১ তারিখের মধ্যে বয়রাস্থ পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ে আবেদনপত্র জমা দেওয়া যাবে।
বিস্তারিত তথ্য www.doe.gov.bd এবং www.doe.khulnadiv.gow.bd ওয়েব সাইটে পাওয়া যাবে।
পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।