খাদ্যসংকট মোকাবিলায় এক সাথে কাজ করবে বাংলাদেশ-ভারত

0
309

খুলনাটাইমস ডেস্ক:
মহামারি করোনার কারণে সৃষ্ট খাদ্য সংকট মোকাবেলায় এক সাথে কাজ করবে বাংলাদেশ-ভারত। বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোন সংলাপের মাধ্যমে এ বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন। আগামী দিনে ঢাকা-দিল্লি এক সাথে বৈশ্বিক সংকট মোকাবেল কাজ করার অংগীর ব্যক্ত করেছেন।
জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন। দুই প্রধানমন্ত্রীর মধ্যে প্রায় ১২ মিনিট বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়। তবে এর মধ্যে অন্যতম ছিলো করোনা মহামারীর কারণে সৃষ্ট খাদ্য সংকট মোকাবেলা নিয়ে। এ সময়ে তিনি শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে নববর্ষ ও রমজানের শুভেচ্ছাও জানান। এবং জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানিয়েছেন, বিকেল ৫টা ৫০ মিনিটে দুই দেশের প্রধানমন্ত্রী ফোনে মহামারির কারণে সৃষ্ট সম্ভাব্য খাদ্য সংকট মোকাবেলায় খাদ্য উৎপাদন বাড়ানোর ব্যাপারে নিজ নিজ সরকারের নেয়া পদক্ষেপগুলো তুলে ধরেন। প্রধানমন্ত্রী শেখ হসিনা বলেন, জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মতে, সংকটকাল দীর্ঘ মেয়াদি হতে পারে। যে কারণে সংকট মোকাবেলায় এ অঞ্চলের সকল দেশকে এক সাথে কাজ করতে হবে। কোভিড-১৯ মহামারি মোকাবিলায় বাংলাদেশে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম দেয়ার জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান।