‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় কোনো জালিয়াতি হয়নি: ঢাবি উপাচার্য

0
263

খুলনাটাইমস: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটের অধীনে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় মোট ৮৮টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়ে শেষ হয় বেলা সাড়ে ১১টায়। এবারের ভর্তি পরীক্ষায় জালিয়াতির কোনো খবর পাওয়া যায়নি বলে দাবি করছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান। পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে ঢাবি উপাচার্য বলেন, আমরা পরীক্ষার হল পরিদর্শন করেছি। কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি। শিক্ষার্থীরা বলল, প্রশ্নের গুণগত মান ভালো। প্রশ্নে ভুল-ভ্রান্তি এখনো তাদের চোখে পড়েনি। এবার ‘ক’ ইউনিটে ৮৯ হাজার শিক্ষার্থী প্রায় এক হাজার ৮০০ সিটের বিপরীতে পরীক্ষা দিয়েছে। ড. আখতারুজ্জামান আরো বলেন, এবার নতুন যে সংস্কার, সেটিও আছে। লিখিত পরীক্ষা নিয়েই এবারের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোনো অনাকাক্সিক্ষত খবর আমরা পাইনি। এটা একটা ভালো দিক। আশা করি, সবকিছু সুষ্ঠু হবে। স্বচ্ছ পরীক্ষা নেওয়ার আমাদের যে লক্ষ্য, সেটিও সমন্বিত থাকবে। জালিয়াতি রোধের ব্যাপারে উপাচার্য বলেন, অনাকাক্সিক্ষত ঘটনা রোধে আমাদের প্রশাসন সর্বোচ্চ তৎপর। এটার সবচেয়ে বড় প্রমাণ হলো, এর আগে যত অশুভ চক্র ছিল, অসাধু পন্থায় ভর্তি প্রক্রিয়া ছিল, জালিয়াতি ছিল, সেটার মূলোৎপাটনের দৃঢ়প্রত্যয় আমরা ২০১৭ সালে করেছিলাম। এরপর গোয়েন্দাদের সহায়তায় বিপুল সংখ্যককে চিহ্নিত করেছি, যারা বিভিন্ন সময় জালিয়াতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল। তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গৃহীত হয়েছে। এ বছর ‘ক’ ইউনিটে এক হাজার ৭৯৫টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৮৮ হাজার ৯৫৫ জন। প্রতি সিটের বিপরীতে প্রতিযোগী ৪৫ জন করে। ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, আমরা গতকাল (গত বৃহস্পতিবার) রাত থেকে অ্যালার্ট ছিলাম। সব ধরনের নিরাপত্তায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, গোয়েন্দা সংস্থাসহ আমরা একযোগে কাজ করেছি। পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত কোনো সমস্যা হয়নি।