কক্সবাজারে ২ লাখ ইয়াবাসহ মিয়ানমারের ৮ নাগরিক আটক

0
306

খুলনাটাইমস: কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিনের গভীর সমুদ্র থেকে দুই লাখ ইয়াবাসহ মিয়ানমারের আট নাগরিককে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় একটি মাছ ধরার ট্রলারও জব্দ করা হয়। গত বৃহস্পতিবার গভীর রাতে দ্বীপের দক্ষিণ-পূর্ব সমুদ্র থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মিয়ানমারের আকিয়াব জেলার মো. দইলা (২০), মো. রবি আলম (১৭), মো. আলম (২৫), মো. শফিকুল (১৮), মো. নুর (১৮), মো. নুর আলম (৩০), আলী আজমদ (২০) ও নুরুল আমীন (৩৫)। বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ কর্মকর্তা (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, মিয়ানমার থেকে সমুদ্রপথে মাছ ধরার ট্রলারে করে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে ঢুকছে। পরে টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সোহেল রানার নেতৃত্বে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্বে গভীর সমুদ্রে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি মাছ ধরার ট্রলারে তল্লাশি চালিয়ে দুই লাখ ইয়াবা উদ্ধার করেন তাঁরা। এ সময় ওই ট্রলার থেকে মিয়ানমারের আট নাগরিককে আটক করা হয়। অভিযান পরিচালনাকারী লেফটেন্যান্ট সোহেল রানা জানিয়েছেন, ইয়াবার চালানটি কার কাছে নেওয়া হচ্ছিল, তা জানতে আটক আটজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইয়াবাসহ আটক মিয়ানমার নাগরিকদের মাদক ও অনুপ্রবেশের দায়ে মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলেও জানান সোহেল রানা।