কয়রায় মামলার হুমকি

0
249

কয়রা (খুলনা) প্রতিনিধি: উপজেলার ২নং কয়রা গ্রামের মৃত অহেদ বক্স ঢালীর পুত্র খলিলুর রহমানকে মারপিট, অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি ধামকি দেওয়ার অভিযোগে ভুক্তভোগী বাদী হয়ে একই গ্রামের মৃত দাউদ আলী শেখের পুত্র আইয়ুব আলী শেখ, ইয়ার আলী শেখ ও আইয়ুব আলী শেখের পুত্র হারুন শেখকে বিবাদী করে গত ১৩ ফেব্রুয়ারি কয়রা ইউপি চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগে জানা গেছে, গত ১১ ফেব্রুয়ারি ফজরের নামাজ আদায়ের জন্য বাদী খলিলুর রহমান মসজিদে যাওয়ার পথে বিবাদী আয়ুব আলী শেখ তাকে গালিগালাজ করে নাকে কিলঘুষি মারতে থাকে। এ সময় হারুন শেখ লাঠি দিয়ে আঘাত করতে গেলে হাত দিয়ে ঠেকানোর পরও লাঠির আঘাতে তিনি গুরুতর জখম হন। এ ঘটনায় খলিলুর রহমান স্থানীয় ইউপি চেয়ারম্যানের নিকট অভিযোগ করেন। অভিযোগে তিনি আনছার মোড়ল, আরশাদ শেখ, শহিদুল্লাহ সরদার সহ ৭জনকে স্বাক্ষী হিসেবে উল্লেখ করেন। অভিযোগের পরও খান্ত নেই ইয়ার আলী শেখ গংরা তারা ষড়যন্ত্রে লিপ্ত এমকি নিজেদের শরীর নিজেরা কেটে (প্রমাণ আছে রেকডিং আছে) মামলা দেওয়ার চেষ্টা এমন অভিযোগ খলিলুর রহমানের।বাদী আরো জানান, ইয়ার আলী শেখ ও আইয়ুব শেখ, হারুন শেখ দুর্দান্ত প্রকৃতির লোক।তারা পাইতারা করছে আমাকে মারার পর ও তারা মিথ্যা মামলা দিয়ে ফাসানোর চেষ্টা করছে। সরেজমিনে এলাকাবাসির সাথে কথা হলে খলিলুর রহমানের মারপিট করে জখম করার সত্যতা মেলে। জানা যায়, বিবাদীদের বিরুদ্ধে এলাকার লোকজনের বহু অভিযোগ রয়েছে। অভিযোগের বিষয়টি নিয়ে ইউপি চেয়ারম্যান আগামী ২২ ফেব্রুয়ারি তার কার্যালয়ে উভয়পক্ষের লোকজনদের উপস্থিত হওয়ার জন্য দিন ধার্য থাকলেও তারা দিন পরির্তন করেন। এ ব্যাপারে আইয়ুব শেখ ও হারুন শেখের কাছে জানতে ফোন করলে তারা ফোন ধরেননি।