কয়রায় বৃক্ষরোপন কর্মসুচী ও মাদক বিরোধী সচেতনতা সভা

0
248

কয়রা (খুলনা) প্রতিনিধি:
খুলনা জেলা প্রশাসনের সার্বিক তত্ববধানে গ্রীন বেল্ট প্রকল্পের আওতায় মঙ্গলবার বিকাল ৩ টায় বৃক্ষরোপন কর্মসুচী ও মাদক বিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে কয়রা সদর ইউনিয়নে পরিষদ মিলনায়তনে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভুমি) মোঃ নুর-ই আলম ছিদ্দিকির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার খুলনার উপ-পরিচালক ইশরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের নির্বাহী প্রধান মোঃ আছাদুজ্জামান, কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন ও কয়রা সদর ইউপি চেয়ারম্যান মোহাঃ হুমায়ুন কবির। ইউপি সদস্য আঃ রব খোকনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ, ইউপি সচিব উত্তম কুমার বিশ্বাস, ইউপি সদস্য শেখ রোকনুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ বিপুল পরিমান স্থানীয় জন সাধারন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরন করা হয়।