কয়রায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

0
212

কয়রা প্রতিনিধি: কয়রায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে মঙ্গলবার দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, দোয়া ও মিলাদ মাহফিল, মোনাজাত, প্রার্থনা, আলোচনা সভা, শোভাযাত্রা, ইত্যাদি। সকাল ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগসহ বিভিন্ন দল ও সংগঠনের কর্মসূচি শুরু হয়।
সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু সকাল ৬টায় কয়রা উপজেলা প্রাঙ্গণে উপজেলা প্রশাসনকে নিয়ে জাতির পিতার নবনির্মিত ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।পরে উপজেলা আওয়ামী সভাপতি জি এম মোহসিন রেজা কে নিয়ে দলের নেতাকর্মীদের নিয়ে তিনি প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
দিনটি উদযাপন উপলক্ষে কয়রা উপজেলা আওয়মীলীগের সভাপতি জি এম মোহসিন রেজার সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহার সভাপতিত্বে পৃথক পৃথক কর্মসূচি পালন করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে সকালে কয়রা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি জি এম মোহসিন রেজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু। আরোও উপস্থিত ছিলেন কয়রা উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি খগেন্দ্রনাথ মন্ডল, সাধারণ সম্পাদক বিজয় কুমার সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, উপজেলা ভাইস চেয়ারম্যান কমলেশ চন্দ্র সানা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলাম,আওয়ামীলীগ নেতা হারুন অর রশিদ, খয়রুল আলম, জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, প্রভাষক নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সরদার নূরুল ইসলাম কোম্পানী, আব্দুল্লাহ আল মামুন লাভলু, এইচ এম হুমায়ুন কবির, যুবলীগ নেতা ইমদাদুল হক টিটু, আছাফুর রহমান, ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু,সহসভাপতি তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা শেফার প্রমুখ।
এছাড়া আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অপর দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলার পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা ০৬ সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কমলেশ চন্দ্র সানা, উপজেলা সহকারী কমিশনার ভুমি নূর-ই আলম সিদ্দিকি, কয়রা থানা অভিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন, আরও উপস্থিত ছিলেন কৃষি অফিসার মিজান মাহমুদ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রশিদ খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাফর রানা, সমাজ সেবা অফিসার অনাথ কুমার মন্ডল,ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু প্রমুখ। এছাড়া কয়রা উপজেলা ছাত্রলীগ,আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠন জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল, কেক কাটা ও মিষ্টি বিতরণ সহ নানা আয়োজন করেন। এছাড়াও উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন করা হয়।