কয়রায় ফ্রি বøাড গ্রæপিং ক্যাম্পেইন

0
334

কয়রা প্রতিনিধি:
”মোরা করব রক্তদান মোরে রক্তে বাঁচবে একটি প্রাণ”এই সেøাগানকে সামনে রেখে কয়রা বøাড ব্যাংক নামে একটি অনলাইন ভিত্তিক সেচ্ছাসেবী সংগঠন এর আয়োজনে বুধবার সকাল ১০ টায় কয়রা কপোতাক্ষ কলেজে ফ্রি বøাড গ্রæপ নির্ণয় অনুষ্ঠিত হয়েছে।কয়রা বøাড ব্যাংকরে সভাপতি মোস্তাফিজুর রহমান (সোহাগ) এর সভাপতিত্বে কপোতাক্ষ কলেজের প্রভাষক বিদেশ রঞ্জন মৃধার পরিচলনায় কপোতাক্ষ কলেজে অনুষ্ঠিত বøাড ক্যাম্পেইন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কয়রা থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন ।এসময় তিনি বলেন,রক্তের গ্রæপ জানা খুবই প্রয়োজন। রক্তের সঠিক গ্রæপিংয়ের গুরুত্ব অনেক।ভুল গুপের রক্ত দিলে গ্রহিতার বিভিন্ন রোগ ,কিডনী নষ্ট হওয়া এমনকি মৃত্যুও হতে পারে।তিনি যারা গ্রæপ নির্ণয় করবেন তাদেরকে সতর্কতার সাথে সঠিক ভাবে বøাড গ্রæপ নির্ণয় করার আহবান জানান। এছাড়া তিনি উপস্থিত ছাত্রছাত্রী ও সকলকে ইভটিচিং,মাদক ,বাল্য বিবাহ,ডেঙ্গু সর্ম্পকে উদাহরণের মাধ্যমে সচেতনতা মুলক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করে মানবতার কাজে নিবেদিত থাকায় কয়রা বøাড ব্যাংককে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন এমন সে¦চ্ছাসেবী কার্যক্রম অব্যাহত রাখতে আমার উৎসাহ ,অনুপ্রেরণা সর্বাত্তক সহযোগীতা অব্যাহত থাকবে।বিশেষ অতিথি কয়রা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম বলেন ,রক্তের অভাবে অনেক মুমূর্ষ রোগীর মৃত্যু ঘটেছে।এ থেকে পরিত্রাণের জন্য কয়রা বøাড ব্যাংক স্বেচ্ছায় সবাইকে রক্তদানে আগ্রহী করে তোলার যে ব্রত নিয়ে মানুষের সেবা দিয়ে যাচ্ছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে।এছাড়া বক্তব্য রাখেন ,কয়রা কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ মোল্যা আবু বকর সিদ্দিক ,ডাঃ কামরুজ্জামান,ডাঃ ইমদাদ হোসেন,এম রকিব হাসান,কয়রা বøাড ব্যাংক এর সহসভাপতি সাংবাদিক ওবায়দুল কবির (স¤্রাট),সহসভাপতি সাবিরুল হোসেন ডালিম,আব্দুল্লাহ আল মামুন,সাধারণ সম্পাদক এস এম মাসুদ,য্গ্মু সম্পাদক মাহমুদুল হাসান বাদশা,সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সুমন,আবুল হাসান ,শেখ মনিরুল ইসলাম ,দপ্তর সম্পাদক হাসানুল কবির হাসান ,সুজন আল মামুন ,মোস্তাকিম মামুন,এস এম সাইফুল ইসলাম ,জয়নাব আবেদিন, ইমরান হোসেন ইমু,দিদারুল ইসলাম,গাজি শাহারুল ইসলাম, সিরাজুল ইসলাম প্রমুখ।সকাল ১০ শুরু হওয়া ফ্রি বøাড গ্রæপিং বিকাল ৪ টায় শেষ হয়।এতে ১৫০ মত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিনা মূল্যে ফ্রি বøাড গ্রæপিং করান।অনুষ্ঠানের সার্বিক সহযোগীতা করেন সুন্দরবন নাসিং হোম।