কয়রায় ইউপি নির্বাচন উপলক্ষে আ’লীগের বিশেষ বর্ধিত সভা

0
229
??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

কয়রা প্রতিনিধি:
খুলনার কয়রায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ উপলক্ষে দলীয় মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তালিকা কেন্দ্রে পাঠানোর লক্ষে খুলনার কয়রা সদর ইউনিয়ন এর উদ্যোগে উপজেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি, সাধারন সম্পাদকদের নিয়ে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ৪ মার্চ বৃহস্পতিবার বিকালে কয়রা সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এস এম জিয়াদ আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আলমগীর হোসেনের পরিচালনায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বিশেষ এই বর্ধিত সভায় কয়রা সদর ইউনিয়নে দলীয় মনোনয়ন পেতে সম্ভাব্য ৭ জন প্রার্থীর নাম তালিকাভুক্ত হয়েছে। দলীয় সিদ্ধান্ত মোতাবেক পদে জ্যেষ্ঠতার ভিত্তিতে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব এস এম আবু জাফর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম বাহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সদস্য সরদার নাজমুস সাদাত, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক কমিটির সদস্য মাসুম বিল্লাহ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক ডি এম ইখতিয়ার উদ্দীন হিরো, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদি হাসান দিদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু’র নাম উপজেলা কমিটির কাছে পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম শাহাবুদ্দিন, সহ-সভাপতি অ্যাড. এসএম আবু জাফর দপ্তর সম্পাদক সুজিত কুমার মন্ডল, ধর্ম বিষয়ক সম্পাদক জিএম ফজর আলী, প্রচার সম্পাদক এস এম হারুন-অর-রশিদ, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার হযরত আলী, ৫নং ওয়ার্ড সভাপতি শেখ রোকনুজ্জামান তিন নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হাফিজুর রহমান। বক্তব্য রাখেন দলীয় মনোনয়ন প্রত্যাশী সাতজন প্রার্থী। এছাড়া বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ সকল সহযোগী সংগঠনের উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।