ডুমুরিয়া বাদুরগাছায় ৮দলীয় মহিলা দড়াটানা প্রতিযোগিতায় বৈঠাহারা চ্যাম্পিয়ন

0
420

ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ার ঐতিহ্যবাহী বাদুরগাছা মহা শ্মশান মাঠ মন্দির শ্রীশ্রী কালি পুজা উপলক্ষে তিন দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার দিনব্যাপী ৮দলীয় মহিলাদের দড়াটানা প্রতিযাগিতা অনুষ্ঠিত হয়েছে। গ্যাংরাইল নদীর তীরে শ্মশান মাঠে অনুষ্ঠিত খেলায় বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার দর্শক সমবেত হয়ে খেলা উপভোগ করেন। খেলায় বৈঠাহারা দড়াটানা দল চ্যাম্পিয়ন অর্জন করে এবং খাররাবাদ দড়াটানা দল রানার্সআপ হয়। তৃতীয় স্থান অর্জন করেছে কোড়াকাটা মহিলাদল। এছাড়া খেলায় বাগআচড়া, বারুইকাটি, কুলবাড়িয়া ও মির্জাপুর মহিলা দল অংশ নেয়। খেলা শেষে শ্মশান মঠ কমিটির সভাপতি রঞ্জন কুমার সরদারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা চেয়ারম্যান খান আলী মুনসুর। বক্তব্যদন শেভনা ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য, সাবেক ইউপি চেয়ারম্যান বসন্ত সরদার, মাদারতলা ক্যাম্প ইনচার্জ এসআই এসএম সিকদার আলী, এএসআই কামরুল ইসলাম, ইউপি সদস্য দেবব্রত সরদার, কার্তিক জোয়াদ্দার, আব্দুল হালিম মুন্না ও তুলশী রানী মন্ডল, গাজী আব্দুল হালিম, প্রভাষক এমএম হুমায়ুন কবির, অরুন গোলদার, বিভা বিশ্বাস, মিজানুর রহমান লিটন, মঠ কমিটির সাধারণ সম্পাদক কানাই লাল তরফদার, শেখ হেলাল উদ্দিন, দীজেন্দ্রনাথ সরকার, নির্মল মন্ডল, মৃনাল তরফদার, আব্দুস সালাম সরদার, বৈঠাহারা দল পরিচালক সরোজ মন্ডল, খররাবাদ দল পরিচালক অরবিন্দু ঢালী প্রমুখ। খেলা পরিচালনা করেন দীপক তরফদার ও মহাদেব বৈরাগী। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের অধিনায়ক কনিকা মন্ডল ও রানার্সআপ দলের অধিনায়ক বাসন্তি বৈদ্য’র হাতে প্রথম পুরস্কার গরু ও দ্বিতীয় পুরস্কার রঙিন টেলিভিশন এবং তৃতীয় স্থান অধিকারী দলের মাঝে একটি মোবাইল ফোন তুলে দেন। রাত ৮টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।