কোহলির রেকর্ড ভাঙলেন বাবর আজম

0
417

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম এক হাজার রানের নতুন রেকর্ড গড়লেন পাকিস্তানী ব্যাটসম্যান বাবর আজম। রবিবার নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে এ কৃতিটি গড়েছেন পাকিস্তানের এই ওপেনিং ব্যাটসম্যান। এর আগে দ্রুততম হাজার রানের রেকর্ডটি ছিলো ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলির।
দুবাই স্টেডিয়ামে ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে ম্যাচের ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ৫৮ বলে ৭৯ রানের ইনিংসে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম এক হাজার রানের রেকর্ড গড়েন বাবর। এর মাধ্যমে ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলির রেকর্ড ভেঙে দেন এই পাকিস্তানী। মাত্র ২৬ ম্যাচ খেলেই এই রান সংগ্রহ করেছেন তিনি।
এর আগে কোহলি ২৭ ম্যাচ থেকে হাজার রানের মাইলফলকটি অতিক্রম করেছিলেন। যা এতদিন দ্রুততম রেকর্ডের আসন দখল করেছিল। তথ্য সূত্র: ইত্তেফাক