বারাকপুরে যাত্রীবেশে পরিবহণে ডাকাতি, চালকসহ আহত ১৩

0
391

নিজস্ব প্রতিবেদক, খুলনাটাইমস:
বাগেরহাটের বারাকপুর এলাকায় কুয়াকাটা থেকে বেনাপোলগামী একটি বাসে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এতে ডাকাতদের ছুরিকাঘাতে যানটির চালক ও তার সহকারীসহ ১৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এই ডাকাতির ঘটনা ঘটে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাসটির যাত্রীরা জানান, সন্ধ্যা সাতটার দিকে বাসটি বেনাপোলের উদ্দেশ্যে কুয়াকাটা থেকে রওয়া হয়। রাত আড়াইটার দিকে বাসটি বাগেরহাটের বারাকপুর এলাকায় পৌঁছলে ১০ জন যাত্রী হঠাৎ ছুরিসহ আগ্নেয়াস্ত্র নিয়ে দাঁড়িয়ে যান। যাত্রীদের জিম্মি করে গাড়িতে থাকা সবকিছু লুটে নেয় তারা। এ সময় ডাকাতদের ছুরিকাঘাতে বাসের চালক ও তার সহকারীসহ ১৩ জন আহত হয়।
কয়েকজন যাত্রী জানান, গাড়িটির অধিকাংশ যাত্রী ভারত যাচ্ছিলেন। গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন চিকিৎসার জন্য ভারত যাচ্ছিলেন। ডাকাতির কবলে পড়ায় পাসপোর্টসহ সব কিছু হারিয়েছেন তারা।
বাস চালকের সহকারী জামির হোসেন জানান, পিরোজপুর থেকে যাত্রীবেশে ১০ ডাকাত গাড়িতে উঠে। অনলাইনে তারা টিকিট বুকিং দিয়েছিলেন। ডাকাতির পর একটি ছোট পিকআপ তাদের তুলে বাগেরহাটের দিকে চলে যায়।
কাটাখালী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলামকে ফোন করা হলে ডাকাতির বিষয়টি সম্পর্কে অবগত নন।