কুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং ভবনের আনুভূমিক সম্প্রসারিত ভবনের উদ্বোধন

0
440

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধিঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং ভবনের নবনির্মিত আনুভূমিক সম্প্রসারিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন সোমবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। এসময় তিঁনি নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মুহাম্মদ শাহজাহান আলী, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. এ বি এম মহিউদ্দিন, সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা, বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী এ বি এম মামুনুর রশিদ এবং সঞ্চালনা করেন তত্ত¡াবধায়ক প্রকৌশলী ড. মোঃ জুলফিকার হোসেন। অনুুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।