আটক অস্ট্রেলীয় লেখক গুপ্তচর, অভিযোগ চীনের

0
345

খুলনাটাইমস বিদেশ : চীন কয়েক মাস আটকে রাখার পর লেখক ইয়াং হেংজুনকে গুপ্তচরবৃত্তির দায়ে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করেছে বলে নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ান এ নাগরিক বেইজিংয়ে ‘রূঢ় পরিবেশে’ বন্দি ছিলেন বলে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে।ইয়াংকে গ্রেপ্তারের ঘটনায় অস্ট্রেলিয়া ‘খুবই উদ্বিগ্ন ও হতাশ’বলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মারাইস পেইন মন্তব্য করেছেন বলে জানিয়েছে বিবিসি।“ড. ইয়াংয়ের স্বাস্থ্য এবং যে পরিস্থিতিতে তাকে আটকে রাখা হয়েছে তা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন,” বলেছেন তিনি।চীন বংশোদ্ভূত এ অস্ট্রেলীয় লেখককে ২৩ অগাস্ট গ্রেপ্তার করা হয়।তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারের বিষয়টি আগে থেকেই অনুমিত ছিল বলে জানিয়েছেন ইয়াংয়ের সমর্থকরা; তবে এখনকার পরিস্থিতি নিয়ে তারা উদ্বিগ্ন।আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই সাত মাস ধরে ইয়াংকে আটকে রেখেছিল চীন। সে সময় তাকে ছেড়ে দিতে ধারাবাহিকভাবে বেইজিংয়ের ওপর চাপ সৃষ্টি করেছিল ক্যানবেরা।“কেন ড. ইয়াংকে আটকে রাখা হয়েছিল, তার কারণ ব্যাখ্যা করেনি চীন। তাকে তার রাজনৈতিক বিশ্বাসের কারণে আটক করা হলে ছেড়ে দিতে আমি আমার আগের অনুরোধ শ্রদ্ধার সঙ্গে পুনর্ব্যক্ত করছি,” মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন পেইন।ঔপন্যাসিক ও সাবেক চীনা কূটনীতিক ইয়াং এক দশকেরও বেশি সময় ধরে জন্মভূমির বাইরে অবস্থান করলেও তার ব্লগে নিয়মিতই এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশটির হালচাল ও আন্তর্জাতিক সম্পর্কের বিষয়গুলো থাকতো। তবে সাম্প্রতিক বছরগুলোতে তাকে চীনা কর্তৃপক্ষের বিরুদ্ধে সরাসরি কোনো সমালোচনা করতে দেখা যায়নি।চীনা সামাজিক যোগাযোগমাধ্যম ও টুইটারে ‘গণতন্ত্রের ফেরিওয়ালা’ নামে সক্রিয় ইয়াংয়ের এক লাখ ৩০ হাজারেরও বেশি অনুসারী আছে বলে জানিয়েছে বিবিসি।চলতি বছরের জানুয়ারিতে এ লেখক তার চীনা স্ত্রী ইউয়ান রুইজুয়ান ও শিশুসন্তানকে নিয়ে চীন সফরে গেলে গুয়াংজু বিমানবন্দরেই তাকে আটক করা হয়।তখন থেকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারের আগ পর্যন্ত ‘চীনের জাতীয় নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলছে এমন অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতায়’ সন্দেহভাজন হিসেবে ইয়াংকে আটক করা হয়েছে বলে জানিয়ে এসেছে বেইজিং।