কিউবার ২ কূটনীতিককে বহিষ্কার করেছে আমেরিকা; হাভানার প্রতিবাদ

0
251

খুলনাটাইমস বিদেশ :জাতিসংঘ মিশনে নিযুক্ত কিউবার দুই কূটনীতিককে বহিষ্কার করার পর ওয়াশিংটনের এ সিদ্ধান্তকে অন্যায় করে প্রতিবাদ করেছে হাভানা। গতবৃহস্পতিবার ওয়াশিংটন কিউবার ওই দুই কূটনীতিককে জাতিসংঘ মিশন ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। তার আগে তাদের বিরুদ্ধে আমেরিকার জাতীয় নিরাপত্তা জন্য ক্ষতিকর তৎপরতা চালানোর অভিযোগ আনা হয়।কিউবা এই অভিযোগ সুনির্দিষ্টভাবে নাকচ করেছে এবং বহিষ্কারাদেশকে অন্যায় বলে মন্তব্য করেছে। এছাড়া, জাতিসংঘে নিযুক্ত অন্য কূটনীতিক এবং তাদের পরিবারের চলাফেরার ওপর বিধি-নিষেধ আরোপ করারও প্রতিবাদ জানিয়েছে কিউবা সরকার। কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রোদ্রিগেজ গতকাল এক টুইটার বার্তায় এসব কথা বলেছেন।তিনি বলেন, কিউবার কূটনীতিকদের এই বহিষ্কারাদেশের কারণে আমেরিকার সঙ্গে তার দেশের টানাপড়েন চরম পর্যায়ে পৌঁছাতে পারে, এমনকি দু’দেশের মধ্যকার এই টানাপড়েনের কারণে কিউবায় মার্কিন দূতাবাস বন্ধ করে দেয়া হতে পারে।এদিকে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মরগান ওরটেগাস টুইটারে দেয়া এক বিবৃতিতে বলেছেন, দুই কূটনীতিকের বহিষ্কার-আদেশ কিউবা দূতাবাসে পৌঁছে দেয়া হয়েছে। তিনি বলেন, আমাদের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে যেকোনো প্রচেষ্টা এবং পদক্ষেপকে আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিই। মরগান ওরটেগাস বলেন, ওয়াশিংটন চাইছে জাতিসংঘ মিশনে নিযুক্ত কিংবা কিউবার দুই কূটনীতিক দ্রুত আমেরিকা ছেড়ে চলে যাক।স্নায়ুযুদ্ধ চলাকালীন আমেরিকা এবং কিউবার মধ্যে প্রচ- উত্তেজনা থাকলেও পরবর্তীতে প্রেসিডেন্ট বারাক ওবামা ক্ষমতায় আসার পর উত্তেজনা অনেকটা নিরসন হয় এবং দু’দেশের মধ্যে কূটনৈতিক তৎপরতা আবার শুরু হয় কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর কিউবার বেশ কয়েকজন কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে।