রপ্তানি চালু রাখতে এবার তেল আমদানির পথে সৌদি আরব

0
263

খুলনাটাইমস বিদেশ :তেলক্ষেত্রে ড্রোন হামলার পর বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব এখন রপ্তানি চালু রাখতে তেল আমদানির পথে পা বাড়িয়েছে।বিদেশি অশোধিত তেল ও অন্যান্য পেট্রোলিয়াম পন্য উৎপাদকদের সঙ্গে দেনদরবার শুরু করেছে দেশটি। এভাবে নিজেদের তেল সরবরাহ ঠিক রেখে তেল বাণিজ্যের ধারা চালু রাখার চেষ্টা নিয়েছে সৌদি আরব।গত শনিবার ভোরে সৌদি আরবের রাষ্ট্র মালিকানাধীন সবচেয়ে বড় জ¦ালানি কোম্পানি আরামকোর দুইটি তেলক্ষেত্রে ড্রোন হামলায় আগুন ধরে যায়। তার মধ্যে আবকাইক তেলক্ষেত্রে বিশ্বের সর্ববৃহৎ তেল শোধনাগারটি রয়েছে।যার জেরে সৌদি আরবের দৈনিক তেল উৎপাদন অর্ধেকের বেশি হ্রাস পেয়েছে। বিশ্ববাজারে এর প্রভাবে তেলের দামও বেড়ে গেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা তেলক্ষেত্রে ওই হামলার দায় স্বীকার করলেও ওয়াশিংটনের অভিযোগ, ইয়েমেন নয় বরং ইরান থেকে হামলাটি চালানো হয়েছে।হামলায় কেউ হতাহত না হলেও তেল উৎপাদন কমে যাওয়ায় বিশ্ব বাজারে তেল সরবরাহ কমেছে ৫ শতাংশ। একলাফে বেড়েছে অশোধিত তেলের দাম।এ পরিস্থিতিতে নির্ভরযোগ্য তেল সরবরাহকারী দেশ হিসাবে সুনাম ধরে রাখতে সৌদি আরব অন্তত তার একটি প্রতিবেশী দেশের কাছ থেকে অশোধিত তেল কেনা এবং বিশ্ববাজার থেকে বাড়তি কিছু তেলজাত পণ্য কেনার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন তেল ব্যবসায়ীরা।‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ জানিয়েছে, সৌদি আরব তৈলজাত পন্য আমদানি করছে এবং ইরাকের কাছ থেকে ২০ লাখ ব্যারেল তেল নিচ্ছে।সৌদি আরব মূলত অপরিশোধিত তেল রপ্তানি করে। আর মাটি থেকে তোলা কিছু তেল তারা পরিশোধন করে উৎপাদন করা ডিজেল, গ্যাসোলিন ও জ¦ালানি তেল অভ্যন্তরীন বিদ্যুৎ উৎপাদন এবং পরিবহন জ¦ালানি হিসাবে কাজে লাগায়। দেশটি সাধারণত অপরিশোধিত তেল আমদানি করে না।সৌদি আরবের রাষ্ট্র মালিকানাধীন জ¦ালানি কোম্পানি আরামকো বলেছে, কাস্টমারদেরকে তেল সরবরাহের যে দায়বদ্ধতা তাদের আছে তা তারা পালন করবে এবং একইসঙ্গে তেলক্ষেত্রে হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটিও পূরণ করবে। গত শনিবার তেলক্ষেত্রে হামলার পরই আরামকো অভ্যন্তরীন চাহিদা মেটাতে বাজার থেকে ডিজেল, গ্যাসোলিন এবং জ¦ালানি তেল সংগ্রহের চেষ্টা চালিয়েছে বলে জানান ব্যবসায়ীরা। সৌদি আরব এখন রপ্তানির জন্য অপরিশোধিত তেল হাতে রাখতে চাইলে তারা দেশীয়ভাবে যে পরিমাণ তেল শোধন করে তাও কমানোর প্রয়োজন পড়বে।পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংগঠন (ওপেক) এর হিসাবমতে, গত বছর সৌদি আরব দিনে গড়ে ১ কোটি ৩০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন করেছে এবং দিনে ৭৪ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করেছে। এছাড়াও দিনে বাড়তি ২০ লাখ ব্যারেল পরিশোধিত তেলজাত পন্যও তারা রপ্তানি করেছে।কিন্তু গত সোমবারই দেশটি পূর্ণমাত্রায় তেল রপ্তানি চালু রাখতে তেলজাত পন্য কেনার জন্য খোঁজ খবর শুরু করেছে বলে জানিয়েছেন ইতালীয় একটি তেল শোধনাগারের প্রধান নির্বাহী দারিও স্কাফার্দি।গ্রীষ্মের সময় এয়ারকন্ডিশনের কারণে বিদ্যুৎ গ্রিডের জন্য জ¦ালানির চাহিদা বেড়ে যাওয়ায় সৌদি আরব অনেক সময় বাড়তি ডিজেল আমদানি করে। কিন্তু এ সপ্তাহে সৌদি আরবের এই চাহিদা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি বেড়েছে বলেই মত ব্যবসায়ীদের।তাছাড়া, সৌদি আরব নিজেদের তেল শোধানাগারে তেল সরবরাহের জন্যই ২ কোটি ব্যারেল তেল পেতে ইরাকের রাষ্ট্রীয় তেল কোম্পানির শরণাপন্ন হয়েছে- এমনটিই জানিয়েছেন বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুই কর্মকর্তা।আবকাইক তেল প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্টে হামলার কারণে সৌদি আরবের অভ্যন্তরীন শোধনাগারগুলোতে তেল শোধন দিনে ১৪ লাখ ব্যারেল কমে যাবে বলে ধারণা করা হচ্ছে।এতে অভ্যন্তরীন চাহিদার পাশাপাশি রপ্তানির জন্যও সৌদি আরবের তেল সরবরাহ কমবে বলে জানিয়েছেন ফ্যাক্টস গ্লোবাল এনার্জি ফার্মের মধ্যপ্রাচ্য বিষয়ক ব্যবস্থাপনা পরিচালক ইমান নাসেরি।“সৌদি আরব এখন আন্তর্জাতিক বাজার এবং অপরিশোধিত তেল রপ্তানিকেই অগ্রাধিকার দিচ্ছে” বলে জানান তিনি। ব্যবসায়ীরা জানিয়েছেন, সৌদি তেল কোম্পানি আরামকো এ সপ্তাহে দিনে অতিরিক্ত ৩ লাখ ব্যারেল তেলজাত পন্য আমদানির চেষ্টা চালাচ্ছে।