কাশ্মীরে বন্দুকযুদ্ধে ৩ গেরিলা ও ১ সেনা কর্মকর্তা নিহত

0
276

খুলনাটাইমস ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে তিন গেরিলা ও সেনাবাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছে। এ ছাড়া অন্য এক সেনা সদস্য গুরুতরভাবে আহত হয়েছেন। পুলিশের ডিজি বলেছেন, ত্রাল এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে নৌসেরা সেক্টরে নিয়ন্ত্রণরেখার খুব কাছে গেরিলাদের সঙ্গে গুলির লড়াইয়ের সময় জুনিয়র কমিশন্ড কর্মকর্তা নিহত হন। শ্রীনগরে কর্মকর্তা সূত্রে প্রকাশ, এ সময় নায়েব সুবেদার সুনীল কুমার নিহত হন। তিনি শিখ রেজিমেন্টের সৈনিক ছিলেন। অন্যদিকে, সিপাহী যশরাজ নামে এক সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন।
এরআগে গত ২০ অক্টোবর কুপওয়াড়ার তঙ্গধার সেক্টরে পাক বাহিনীর গুলিবর্ষণের ফলে রাইফেলম্যান গামিল কুমার শ্রেষ্ঠ (২১) ও পদম বাহাদুর শ্রেষ্ঠ (৩৮) নিহত হন। গত মঙ্গলবার সন্ধ্যায় বারাণসীতে গামিল কুমার শ্রেষ্ঠ’র শেষকৃত্য সম্পন্ন হয়। গত মঙ্গলবার দুপুরে নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানি বাহিনী জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় গুলিবর্ষণসহ মর্টার হামলা চালায়। ওই হামলায় কমপক্ষে দু’জন সাধারণ নাগরিক আহত হয়।
সেনা সূত্রে প্রকাশ, এদিন বেলা দেড়টা নাগাদ মেন্ধার সেক্টরের বালাকোট এলাকায় পাকিস্তানি বাহিনী বিনা প্ররোচনায় শেল নিক্ষেপ শুরু করে। ভারতীয় বাহিনী পাল্টা জবাব দেয়। এ সময় পাক বাহিনীর শেলের হাত বাঁচাতে গ্রামবাসীদের মাটির নীচে থাকা বাঙ্কারের মধ্যে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বেশ কয়েকটি স্কুলও পাকিস্তানি শেলিং রেঞ্জের মধ্যে চলে আসায় ছাত্র-ছাত্রীদের উদ্ধার করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। পার্সটুডে