আগ্রাসন চালালে শত্রু ভয়াবহ ক্ষতির সম্মুখীন হবে: ইরানের সেনাপ্রধান

0
271

খুলনাটাইমস ডেস্ক: ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসন চালালে শত্রুকে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে হবে। তিনি গত মঙ্গলবার তেহরানে এক সামরিক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এ সতর্কবাণী উচ্চারণ করেন। জেনারেল বাকেরি বলেন, শত্রু যদি ইরানের ভূমিতে আঘাত হানে তবে তাকে সর্বোচ্চ নেতার নেতৃত্বে একটি ঐক্যবদ্ধ জাঁতি ও একটি শক্তিশালী সেনাবাহিনীর সম্মুখীন হতে হবে। এর ফলে শত্রুকে ভয়াবহ ক্ষতি ও সম্মানহানির মুখে পড়তে হবে।
ইরানের সেনাপ্রধান অবশ্য একথাও বলেন, তার দেশের সামরিক শক্তিমত্তার কথা বিবেচনা করে শত্রু ইরানে আগ্রাসন চালানোর সাহস পাবে না। তিনি আরো বলেন, গত ৪০ বছরে ইরান প্রমাণ করেছে, অন্য কোনো দেশের ওপর আগ্রাসন চালানোর ইচ্ছে তার নেই এবং প্রতিবেশী দেশগুলোর সীমান্তের প্রতি কোনো লোভও তার নেই। তবে আক্রান্ত হলে তেহরান শত্রুকে অনুতাপ সৃষ্টিকারী জবাব দেবে। ইসলামি প্রজাতন্ত্র ইরান যেকোনো ধরনের ষড়যন্ত্র, নিষেধাজ্ঞা, অবরোধ, চাপ ও হুমকি মোকাবিলা করে শক্তিশালী অবস্থানে টিকে থাকার সক্ষমতা অর্জন করেছে বলেও জেনারেল বাকেরি উল্লেখ করেন। পার্সটুডে