কালিগঞ্জের খোকনের বিরুদ্ধে নানা অভিযোগ পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা

0
357

দেবহাটা প্রতিনিধি:
কালিগঞ্জ উপজেলার রবিউল ইসলাম খোকন নামের এক ব্যক্তির বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। সাধারণ মানুষকে মিথ্যা হয়রানি মুলক মামলায় জড়ানো এবং ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ তার বিরুদ্ধে। সে কালিগঞ্জ উপজেলার সদরের পাশ^বর্তী বাজার গ্রাম রহিম পুরের মৃত শেখ সগির উদ্দীনের ছেলে। ইতি পূর্বে সে বাসের হেলপার হিসেবে কর্তরত ছিল। পরবর্তীতে কখনও ভ্যান চালক আবার কখনও এলাকার বাহিরে যেয়ে রিকসা চালিয়ে দিন যাপন করত খোকন। কিন্তু বছর খানেক আগে থেকে সে থানায় যাতায়াত শুরু করে। এরপর নিজে একটি মোটর সাইকেল কিনে ভাড়া চালাতে শুরু করে। ধীরে ধীরে সে উপজলার বিভিন্ন এলাকায় পরিচিত লাভ করে। সে থানা পুলিশের অগোচরে থানায় সেবা গ্রহীতাদের কাছ থেকে বাড়তি অর্থ হাতিয়ে নিতে থাকে। এছাড়া আসামী ছেড়ে দেওয়ার নামে তাদের স্বজনদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এবিষয়ে রবিউল ইসলাম খোকন বলেন, আমি থানার কোন স্টাফ না, আমি থানার স্টাফদেরকে মোটর সাইকেলে বহন করি। বাহিরের কোন যাত্রী বহন করিনা।
এদিকে, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। তার বিরুদ্ধে কেউ অভিযোগ করলে তদন্ত পূর্বক অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তবে বিষয়টি পুলিশ সুপারের হস্তক্ষেপে সমাধানের দাবি জানিয়েছে স্থানীয়রা।