কাজাখস্তানে ১০০ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ১৪

0
274

খুলনাটাইমস ডেস্ক: কাজাখস্তানে ১০০ আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৪ জন নিহত হয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, ‘বেক এয়ার’-এর বিমানটি গতকাল শুক্রবার সকালে আলমাতি বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই ভেঙে পড়ে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, দুর্ঘটনার হাত থেকে অনেক যাত্রী প্রাণে রক্ষা পেয়েছেন। যাত্রীবাহী বিমানটি কাজাখস্তানের বৃহত্তম শহর আলমাতি থেকে রাজধানী নুর-সুলতানে যাচ্ছিল। বিমানটির বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি। এটি ১০০ আরোহীর মধ্যে ৯৫ জন ছিলেন যাত্রী এবং পাঁচজন ক্রু। এ ঘটনায় আহত এবং বেঁচে যাওয়া যাত্রীদের সংখ্যা এখনো ঘোষণা করা হয়নি। আলমাতি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি উড্ডয়নের পরপরই হঠাৎ নীচে নেমে আসতে থাকে এবং একটি কংক্রিটের দেয়ালে আঘাত হেনে পার্শ্ববর্তী একটি দোতলা ভবনে আছড়ে পড়ে। তবে সৌভাগ্যবশত এ দুর্ঘটনার ফলে বিমানটিতে আগুন ধরে না যাওয়ার কারণে অনেক যাত্রী প্রাণে বেঁচে গেছেন। কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকাইয়েভ দুর্ঘটনায় নিহত যাত্রীদের পরিবারবর্গের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে দুর্ঘটনায় দায়ী ব্যক্তিদের আইন অনুযায়ী কঠোর শাস্তি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ভিআইপি যাত্রী বহনের ঘোষণা দিয়ে ১৯৯৯ সালে বেক এয়ার প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে এটি কাজাখস্তানের এয়ারলাইন্সগুলোর মধ্যে সবচেয়ে কম খরচে যাত্রী বহন করছে বলে দাবি করে আসছিল। সাতটি ফকার-১০০ বিমান নিয়ে এয়ারলাইনটি পরিচালিত হচ্ছিল এবং গতকালের দুর্ঘটনায় পড়া বিমানটি একই মডেলের বলে কর্তৃপক্ষ জানিয়েছে।