কলারোয়ার চন্দনপুরে বীট পুলিশিং ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ

0
193

কলারোয়া প্রতিনিধি:
নিরাপদ নারী, নিরাপদ দেশ, সুখী সমৃদ্ধি বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে সারাদেশে এক যোগে পালিত হয়েছে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অক্টোবার-২০২০। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার চন্দনপুর বিট পুলিশিং উদ্দোগে ও চন্দনপুর ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগীতায় র‌্যালী ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। র‌্যালী শেষে ইউপি চত্তরে সাবেক অধ্যক্ষ গাজী রবিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন চন্দনপুর ইউনাইটেড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব প্রভাষক রুস্তম আলী, চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, চন্দনপুর ইউনিয়ন বিট পুলিশ অফিসার ই¯্রাফিল হোসেন, সমাজ সেবক শওকত আলী খাসহ বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন মসজিদের ইমাম, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিক্ষক, সুধী মহল, বিভিন্ন পর্যায়ের উপকার ভোগী সাধারণ জনগণ প্রমুখ। র‌্যালী ও সমাবেশের অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক যুবলীগ নেতা সোহাগ রানা নয়ন।