করোনা ভাইরাস মোকাবিলায় কুয়েটে বিনামূল্যে হ্যান্ড সেনিটাইজার বিতরণ

0
388

খবর বিজ্ঞপ্তি:
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এর রসায়ন বিভাগের উদ্যোগে এবং বিশ^বিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে হ্যান্ড সেনিটাইজার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী এবং কুয়েট সংলগ্ন এলাকাবাসীর মধ্যে হ্যান্ড সেনিটাইজার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ, পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ মাহবুব আলম, ড. এম এ রশিদ হলের প্রভোস্ট প্রফেসর ড. সজল কুমার অধিকারী, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ শাহজাহান আলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
শুক্রবার দুপুরে গণমাধ্যমকর্মীসহ অন্যান্যের মধ্যে বিনামূল্যে হ্যান্ড সেনিটাইজার বিতরণ করেন বিশ^বিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ। এসময় অন্যান্যের বক্তৃতা করেন পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. কাজী এবিএম মহীউদ্দিন এবং উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন, প্রফেসর ড. মোহাম্মাদ হাসান মোর্শেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।