করোনা আতংকের কিছুই নেই সকলে কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিবেন

0
234

মোড়েলগঞ্জ প্রতিনিধি:
শেখ হাসিনার বংলাদেশ ক্ষুদা হবে নিরুদ্দেশ খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় শুক্রবার দুপুরে ১০টাকার চালপ্রাপ্ত সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণকালে জিউধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা বলেন, করোনা আতংকের কিছুই নেই এটি একটি সংক্রামক রোগ, মোকাবেলায় সকলকে সচেতন হতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ভাইরাস প্র্রতিরোধে সচেতনতার লক্ষে সকল প্রস্তুতি নিয়েছেন। বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলায় উপ নির্বাচনে সকলে কেন্দ্রে গিয়ে দলীয় নেত্রীর প্রার্থী এ্যাড. আমিরুল আলম মিলনকে নৌকা প্রতিকে একটি ভোট দিবেন।
জিউধরা ইউনিয়নের কাকড়াতলী বাজারের পরিষদের অস্থায়ী কার্যলয়ে এ চাল বিতরনকালে অন্যান্যের মধ্যে উপস্তিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবজাল হোসেন মাসুম, ইউপি সচিব ঢালী মাহবুবুর রহমান, ইউপি সদস্য শিমুল কান্তি মিস্ত্রী, চানমিয়া, আসালতা মন্ডল, নূরুন্নাহার, নাছিমা বেগম প্রমুখ। উল্লেখ্য, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকার চাল পাচ্ছেন ২২শ’ ২৬ জন দরিদ্র সুবিধাভোগী।