করোনা নিয়ে গলিবয় রানা ও তবীব মাহমুদের গান

0
394

খুলনাটাইমস বিনোদন: বিশ্বের ১৭৯টি দেশে ছড়িয়ে পড়েছে ভয়াবহ করোনাভাইরাস। এ ভাইরাসে সারা বিশ্বে এখন পর্যন্ত ১০ হাজার ৪৮ জন মারা গিয়েছেন। আর আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৯ হাজার ৮৭ জন। বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১৭ জন। মহামারি করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক গান নিয়ে হাজির হয়েছেন আলোচিত গলিবয় রানা ও তবীব মাহমুদ। প্রশ্ন-উত্তরের মাধ্যমে করোনা প্রতিরোধের নানা পদ্ধতি তুলে ধরেছেন তারা। গানটির কথা লিখেছেন তবীব। এ গানের শেষের দিকে যুক্ত হয়েছে আরো দুটি কণ্ঠ। তারা হলেনÑশুভ্র রাহা ও একে হাসান। গত ১৮ মার্চ তবীব মাহমুদের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটি। মুক্তির দুই দিনের মধ্যে গানটি প্রায় ১০ লাখবার দেখা হয়েছে। অর্থাৎ শুক্রবার দুপুর পর্যন্ত ভিউ হয়েছে ৯ লাখ ৭২ হাজার ৬৯৭। গত বছর পথশিশু রানাকে নিয়ে গান করে তুমুল আলোচনায় আসেন তবীব। এরপর সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে নিয়মিত গানে গানে কথা বলে যাচ্ছেন তারা। সামাজিক অসঙ্গতি নিয়েও গান করেন এই জুটি।