গৃহবন্দি আছেন রুক্মিনি

0
257

খুলনাটাইমস বিনোদন: টলিউড অভিনেত্রী রুক্মিনি মৈত্রর পরবর্তী সিনেমা ‘সুইজারল্যান্ড’। দেব ছাড়া এবারই প্রথম এ সিনেমায় অন্য নায়কের সঙ্গে অভিনয় করছেন তিনি। দেব প্রযোজিত এ সিনেমার শুটিং কলকাতা ও শহরের আশপাশে জোর কদমে চলছিল। সিনেমাটির বিশেষ একটি সিকোয়েন্সের জন্য বিদেশ যাত্রার কথা ছিল। কিন্তু করোনা প্রকোপে তা ভেস্তে গিয়েছে। এজন্য আপাতত গৃহবন্দি রুক্মিনি মৈত্র। স্বেচ্ছা গৃহবন্দির বিষয়ে রুক্মিনি বলেন, ‘গরমের ছুটির সময় যেরকম অনুভব করতাম, অনেকটা সেরকম লাগছে। কিন্তু এই ক্ষেত্রে বাড়ি থেকে বেরুতে পারছি না। আমাদের সকলেরই সতর্ক হওয়া উচিত। নিজে থেকে সমস্ত বারণ মেনে চলা উচিত। কিন্তু আমি বলব, অভিশাপের মধ্যেও আশীর্বাদ লুকিয়ে থাকে। এই সময়টা কিছুটা তেমন। আমরা প্রতিদিনই ইঁদুর দৌড়ে দৌড়চ্ছি। থ্রিজি-ফোরজি, ফিফটিনজি, নতুন সব আবিষ্কার করে চলেছি। কোথাও যেন থামতে ভুলে গিয়েছি আমরা। নিজের জন্য কিছুটা হলেও সময় বের করার সুযোগ দিয়েছে এই রোগ।’ নিজের উপলব্ধি ব্যাখ্যা করে এ অভিনেত্রী বলেন, ‘আমরা সব সময় মাই সিটি, মাই কান্ট্রি বলে থাকি। কিন্তু কখনো বলি না মাই প্ল্যানেট। এটা কিন্তু সবচেয়ে জরুরি। আমার মনে হয়, করোনা হওয়ার পর মানুষ এটা বুঝতে পেরেছেন। মানুষের মধ্যে সেই বোধটা ফিরে এসেছে। আমার মনে হয়, এই চৌদ্দ পনেরো গৃহবন্দি দিনে নিজেকে ফিরে পাব।’ এই অলস সময়ে রুক্মিনির মা তাকে বেশ কিছু কাজ করার পরামর্শ দিয়েছেন। রান্না শেখা, ঘর গোছাতেও বলেছেন তিনি। কিন্তু এখনো এসব কাজ শুরু করেননি। আপাতত বই পড়া, ভিডিও দেখা, স্ক্রিপ্ট পড়ার মধ্য দিয়ে সময় কাটছে তার। তবে রুক্মিনি ভোজন রসিক মানুষ। এজন্য গৃহবন্দির শুরুর দিকে রুক্মিনি তার মাকে বলেছিলেন, ‘হোম ডেলিভারি বন্ধ হয়ে যাবে না তো?’