খুলনা নগর পেশাজীবী শ্রমিকলীগ নেতার ভাইয়ের হত্যার বিচারের দাবি

0
315

খবর বিজ্ঞপ্তি:
খুলনা মহানগর পেশাজীবী শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ খানের ছোট ভাই মোঃ হাবিব খান (৪২) এর মৃতদেহ গত ২০ অক্টোবর নোয়াপাড়া সরকার গ্রুপ চেয়ারম্যান আলমগীর সরকারের বাড়ি থেকে উদ্ধার করা হয়। বাড়িতে সে রং মিস্ত্রী হিসেবে কাজ করছিলো। পুলিশ এখনও হত্যাকান্ডের কোনো হদিস বা হত্যাকারীকে গ্রেফতার করতে পারেনি।
উক্ত ঘটনায় খুলনা মহানগর পেশাজীবী শ্রমিক লীগের নেতৃবৃন্দ এক বিবৃতিতে নিহতের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদন জ্ঞাপন এবং তদন্তপূর্বক দ্রুত আসামী গ্রেফতারপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন। বিবৃতিদাতারা হলেন-খুলনা মহানগর পেশাজীবী শ্রমিক লীগের সভাপতি মাস্টার আতাহার উদ্দিন, সাধারণ সম্পাদক মোল্লা মাহাবুবুর রহমান, নূর ইসলাম হাওলদার, মোঃ কামাল হোসেন, মোঃ আল আমিন গাজী, মোঃ শরীফ মোল্লা, উজ্জল কুমার দাস, মোঃ মনির হোসেন, মোঃ মাসুদ রানা, জর্জ এম রায়, মোঃ রাশেদ শেখ, মোঃ রবিউল ইসলাম রাবু, মেহেদী হাসান, মোঃ আল আমিন পালোয়ান, মোঃ শহীদুল ইসলাম শহিদ, অশোক কুমার রায়, মোঃ সাগর মোল্লা, মোঃ আজমীর মৃধা, মোঃ সোহেল শেখ, শরীফুল ইসলাম, সাজু শিকদার, আব্দুর রাজ্জাক পাঠান, মোঃ সেলিম খান, ইমরান হোসেন লিটন, মিনারা বেগম, মোঃ উজ্জ্বল সওদাগর, সুমন হাওলাদার, মোঃ রফিকুল ইসলাম রবি,মোঃ হাবিবুল্লাহ, মোঃ জুয়েল শেখ, কাওসার হোসেন, মোঃ মামুন শিকদার, মোঃ হানিফ শেখ প্রমুখ।