কপিলমুনিতে চোরাই সুপারি বিক্রিকালে চোর ও ক্রেতাসহ আটক-৩

0
162

নিজস্ব প্রতিবেদক:
পাইকগাছার কপিলমুনি বাজার থেকে চোরাই সুপারি বিক্রয়কালে চোর সহ ক্রেতাদের আটক করেছে পুলিশ। ঘটনাটি ২৪ জুন বৃহষ্পতিবার কপিলমুনি বাজারে ঘটেছে।

পুলিশ জানায়, বুধবার (২৩ জুন) রাত ৯ টায় প্রতাপকাঠি গ্রামের মৃত জমির খাঁর ছেলে আরশাদ খাঁ(৫৫) দশ কুঁড়ি সুপারি চুরি করে। এর পর বৃহস্পতিবার সকালে হরিদাসকাটির মৃত মোবারক সরদারের ছেলে তৈয়েবুর রহমান (২০) ও নোয়াকাটির মোহাম্মদ আলীর ছেলে আবু বক্বর(৪৫) এর আড়তে ৮ কুঁড়ি সুপারি বিক্রয় করতে গেলে স্থানীয় লোকজন হাতে নাতে চোরাই সুপারি সহ তাদের ধরে ফেলে।

উপস্থিত ক্রেতা সাধারণের চাপের মুখে উক্ত সুপারি চুরির বলে স্বীকার করলে তাদেরকে কপিলমুনি ফাঁড়িতে নিয়ে আসে উৎফুল্ল জনসাধারণ। এ ঘটনায় চুরি যাওয়া সুপারির মালিক তালা থানার জেঠুয়া গ্রামের বলাই দাশের ছেলে রবীন্দ্রনাথ দাস পাইকগাছা থানায় চুরির মামলা দায়ের করেন (যার নং-২৫/২১)।

খুলনা টাইমস/এমআইআর