কপিলমুনিতে কে কে এস পির ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

0
236

ইকবাল হোসেন:
করোনা স্তব্ধতায় থমকে যাওয়া কপিলমুনির ক্রীড়াঙ্গন যেন ফের জেগে উঠেছে। স্থানীয় কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ মাঠে কপিলমুনি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান কেকেএসপির আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের মাধ্যমে পুরনো ফুটবলকেই যেন খুঁজে পেয়েছেন স্থানীয়রা। উদ্বোধনী খেলায় আগত হাজার হাজার দর্শনার্থীদের দেখে অন্তত এমনটাই মনে হয়েছে। সবাই যেন মুখিয়ে ছিল এমন একটি আয়োজনে।
দীর্ঘ বিরতির পর শনিবার বিকেলে কেকেএসপি’র ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী আয়োজনের প্রচার দেওয়া মাইকে। খেলা শুরুর আরো ঘন্টা দু’য়েক আগেই সহচরীর সু-বিশাল ফুটবল ময়দান পরিপূর্ণ হয়ে যায় কানায় কানায়। সব মিলিয়ে উদ্বোধনী আয়োজনে ক্ষণিকের জন্য দর্শকসারির অনেকেই হারিয়ে গিয়েছিলেন, কপিলমুনি ফুটবলের সোনালী সময়ে।
শনিবারের উদ্বোধনী খেলায় খড়িয়াটি ফুটবল একাদশ ৩-২ গোলে রথখোলা ফুটবল একাদশেকে পরাজিত করে টুর্ণামেন্টে নিজেদের অবস্থানকে জানান দেয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন খড়িয়াটির প্রান ভোমরা জিয়াউর রহমান। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন, সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক কবির আহমেদ, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দার, কে কে এস পির প্রতিষ্ঠাতা সভাপতি কপিলমুনির ক্রীড়াঙ্গণের জীবন্ত কিংবদন্তী শেখ আব্দুর রশিদ, বনিক সমিতির সভাপতি এম বুলবুল আহমেদ, অধ্যক্ষ মুজিবুর রহমান, প্রভাষক রেজাউল করিম খোকন, কে কে এস পির সাধারণ সম্পাদক ও কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি এম আজাদ হোসেন, কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সঞ্জয় দাশ, উপজেলা আওয়ামী লীগের সদস্য জি এম হেদায়েত আলী টুকু, কপিলমুনি সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খান, কপিলমুনি সিটি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও কে কে এস পির যুগ্ম সম্পাদক জগদীশ চন্দ্র দে, কপিলমুনি সিটি প্রেসক্লাবের সহ-সভাপতি তপন পাল, প্রবাসী দিগন্তের বার্তা সম্পাদক সেকেন্দার আলী, যুবলীগ নেতা প্রনব কান্তি মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীম মোস্থাফিজ বাচ্চু, ইউপি সদস্য আজিজ বিশ্বাস প্রমুখ ।
প্রাণবন্ত ধারাভাষ্যে ছিলেন, মফিজুল ইসলাম, ও প্রীতিশ কুমার মন্ডল। খেলাটি পরিচালনা করেন, বাংলাদেশে রেফারী এসোসিয়েশনের তালিকা ভুক্ত রেফারী শেখ মিনার হোসেন ।