ঔষধ ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা অভিযুক্তদের আটকের আশ্বাস

0
447

নিজস্ব প্রতিবেদক:
খুলনার হেরাজ মার্কেটের এনামুল নামে এক ঔষধ ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এর প্রতিবাদে সকল ঔষধ ব্যবসায়ীরা দোকান বন্ধ করে কঠোর আন্দোলনে নেমেছে। তবে অভিযুক্তদের আটকের আশ্বাস প্রদান করেছে পুলিশ।
জানা যায়, সোমবার আনুমানিক রাত ১১টার সময় শামিম ফার্মেসীতে কিছু যুবক ঔষধ কিনতে আসে। এসময় ওই যুবকদের সাথে দোকান মালিক এনামুলের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তর্কাতর্কি হওয়ার এক পর্যায় এনামুলের উপর হামলা চালানো হয়। যার ভিডিও ফুটেজ মার্কেট কমিটির কাছে রয়েছে। তবে হামলাকারীরা কারা তা এখনও পর্যন্ত সনাক্ত করা যায়নি বলে জানা গেছে।
এদিকে মঙ্গলবার এ হামলার প্রতিবাদে মার্কেট কমিটি এবং ব্যবসায়ীদের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য মার্কেট বন্ধের ঘোষণা করা হয়। এ ঘোষণার পরপরই তারা খুলনা প্রেস ক্লাবে এক প্রেস ব্রিফিং করার পর সদর থানায় অবস্থান নেয় এবং এ হামলায় যারা জরিত সকলকে আজকের মধ্যে আটক করে কঠোর শাস্তির দাবী জানান। এসময় পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের যত দ্রুত সম্ভব আটক করা হবে বলে জানানো হয় এবং সকল ঔষধ ব্যবসায়ীদের দোকান খোলার আহ্বান জানানো হয়।