সাতক্ষীরায় মাটিবাহী ট্রাক্টর চাপায় দুই ইটভাটা শ্রমিক নিহত

0
156

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা শহরের তালতলায় মাটিবাহী ট্রাক্টর চাপায় দুইজন ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। শনিবার ভোর ৫টার দিকে শহরের তালতলায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার বকচরা গ্রামের আব্দুস সামাদ খাঁর ছেলে মনিরুল ইসলাম (৪০) ও ইশরাফ আলীর ছেলে মোহাম্মদ আলী (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে মনিরুল ও মোহাম্মদ আলী বাইসাইকেলযোগে বিনেরপোতার লিয়াকতের ভাটায় কাজ করতে যাচ্ছিলেন। তারা তালতলায় পৌঁছলে ইটভাটার মাটি বহনকারী একটি ট্রাক্টর তাদের পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসী ঘাতক ট্রাক্টরটি আটক করতে না পারলেও একই ভাটায় মাটি বহনকারী দুটি ট্রাক্টর আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। এদিকে, দু’দিন আগেই নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরা এসব অনিয়ম বন্ধের জন্য মানববন্ধন করলেও কোন দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বন্ধ করা হয়নি এসব অবৈধ যান চলাচল। যার ফলেই দুটি প্রাণ ঝড়ে গেল।