এলো তিন নায়কের ট্রেলার

0
207

টাইমস বিনোদন:
‘মাইনকার চিপায়’; ছোট পর্দার বড় নায়ক আফরান নিশোর প্রথম চল”িচত্র এটি, হোক সেটি ওয়েবের জন্য। সঙ্গে আছেন আরও দুই নায়ক শ্যামল মাওলা ও শরিফুল রাজ। ইতোমধ্যে নাম ও চরিত্র নিয়ে ওয়েব চল”িচত্রটি রহস্য তৈরি করেছে। বুধবার প্রকাশিত ট্রেলার থেকে সেটি আরও ঘনীভূত করলো। তবে সব রহস্যের সমাধান আসবে আগামী ৯ নভেম্বর। কারণ, এদিন অনলাইন প্ল্যাটফর্ম জি-৫-এ মুক্তি পাবে ছবিটি। এ ওয়েব ফিল্মটি নিয়ে বুধবার আয়োজন করা হয় ভার্চুয়াল সংবাদ সম্মেলন। সেখানেই এটির পরিচিতি ও মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। এতে জি-৫ গ্লোবালের প্রধান ব্যবসায়িক কর্মকর্তা অর্চনা আনন্দ ঘোষণাগুলো দেন। সংবাদ সম্মেলনে উপ¯ি’ত ছিলেন সাবেক সংস্কৃতি মন্ত্রী, সাংসদ ও এশিয়াটিক সোসাইটি ৩৬০-এর ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান নূর। আরও ছিলেন ওয়েব চল”িচত্রটির পরিচালক আবরার আতহার, আফরান নিশো, আরিফিন শুভ, নুসরাত ফারিয়া, বিদ্যা সিনহা সাহা মিমসহ অনেকে। জি-৫-এর গ্লোবালের প্রধান ব্যবসায়িক কর্মকর্তা অর্চনা বলেন, ‘বাংলাদেশে আছে অফুরন্ত সব প্রতিভাবান শিল্পী ও নির্মাতা। আমরা আমাদের প্ল্যাটফর্মে তাদের কাজ রাখতে চাই। এখানকার ¯’ানীয় গল্প ও স্বাদে জি-৫-কে সম”দ্ধ করতে চাই।’ জানান, জি-৫-এর আরও তিনটি বড় প্রজেক্ট হ”েছ। যেগুলোতে নির্মাতা হিসেবে কাজ করছেন শিহাব শাহিন, অনম বিশ্বাস, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ও পার্থ সরকার। এদিকে ‘মাইনকার চিপায়’ চল”িচত্র প্রসঙ্গে জানানো হয়, এটি তিন যুবকের গল্প। একটি রাতের কিছু ঘটনা এতে উঠে আসবে। যেখানে একেবারে ভিন্ন লুকে এসেছেন আফরান নিশো, শ্যামল মাওলা ও শরিফুল রাজ। তবে ট্রেলার প্রকাশিত হলেও বোঝা যায়নি এর গল্প। কখনও তাদের গ্যাংস্টার মনে হয়েছে, কখনও বাউ-ুলে যুবক। ছবির নায়ক নিশো জানান, ৪০ মিনিটের এই চল”িচত্রটি দেখার আগে বোঝা যাবে না এর আসল গল্প।