এটি ন্যক্কারজনক সন্ত্রাসী হামলা: অস্ট্রিয়ার চ্যান্সেলর

0
164

টাইমস বিদেশ :
অস্ট্রিয়ার ভিয়েনায় সশস্ত্র বন্দুকধারীরা হামলায় দুই জনের মৃত্যু হয়েছে। রাজধানী শহরের বিভিন্ন জায়গায় হামলার পর আহত হয়েছেন বেশ কয়েকজন। এই হামলাকে ‘ন্যক্কারজনক সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছেন দেশটির চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ। সোমবার রাতে অত্যাধুনিক অস্ত্র নিয়ে ছোট ছোট দলে ভাগ হয়ে শহরের ৬টি জায়গায় হামলা চালায় সন্ত্রাসীরা। এতে আহত হন অন্তত ১৪ জন। এদের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক। হামলার পর অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ বলেন, ‘আমরা একটি কঠিন সময় পার করছি। ৩৪ বছর বয়সী সরকার প্রধান বলেন, ‘আমাদের পুলিশ সাহসী ভূমিকা পালন করেছে। সন্ত্রাসীদের একটুও ছাড় দেয়া হবে না। সবাইকে নিয়ে সন্ত্রাসবাদকে রুখে দিবো।’ এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর হানায় এক বন্দুকধারীও নিহত হয়েছে।
পুলিশ জানায়, স্থানীয় সময় রাত আটটায় মধ্য ভিয়েনার ছয়টি স্থানে রাইফেল নিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। ভিয়েনার সিটেনস্টেটেঙ্গাস সিনাগগের নিকট প্রথম হামলা হয়। সেখানে আহত হন এক পুলিশ সদস্য। পার্শ্ববর্তী স্থানে গুলিতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে এক নারীর মৃত্যু হয়। করোনাভাইরাসের কারণে বিধি-নিষেধ কার্যকরের কয়েক ঘণ্টা পূর্বে, এ হামলার ঘটনা ঘটলো। একমাসের জন্য এ বিধিনিষেধের আগের রাতে ভিয়েনার বার ও রেস্তোরাঁতে ভীড় করেন বহু মানুষ।