ভোটের আগেই ভোট দিয়েছেন ১০ কোটি মার্কিনি

0
194

টাইমস বিদেশ :
পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহনের বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। এবারের নির্বাচনে প্রায় ২০ কোটি মার্কিনি তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে মনে করা হচ্ছে। তবে করোনাভাইরাসের কারণে সে সংখ্যা কিছুটা কমে আসতে পারে। করোনা অতিমারিতে এরইমধ্যে প্রায় ১০ কোটি মার্কিনি তাদের আগাম ভোট প্রয়োগ করেছেন। যা ২০১৬ নির্বাচনের মোট ভোটের প্রায় ৭০ শতাংশ। এদিকে ক্যাম্পেইনের শেষ দিনেও চারটি রাজ্যে পাঁচটি র‌্যালিতে অংশ নিয়েছেন রিপাবলিকান প্রার্থী ও ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নর্থ ক্যারোলাইনা, পেনসিলভানিয়া, মিশিগান ও উইসকনসিনের এসব র‌্যালিতে তিনি আবারও ভোট গনণায় কারচুপির আশঙ্কা জানান। অন্যদিকে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন পেনসিলভানিয়াতে ক্যাম্পেইন শেষে ওহিওতে যাত্রা বিরতি করেন। এ সময় তার সঙ্গে যোগ দেন পপ তারকা লেডি গাগা। ডেমোক্রেটদের হয়ে জর্জিয়া ও ফ্লোরিডায় প্রচারণা চালান, সাবেক রাষ্ট্রপতি বারাক ওবামা।