একদিনের ব্যবধানে কাঁচামরিচের দাম কমেছে ৩০-৪০ টাকা

0
153

টাইমস ডেস্ক:
আমদানি বাড়ায় একদিনের ব্যবধানে হিলি স্থলবন্দরে আমদানিকৃত কাঁচামরিচের দাম কমেছে কেজিতে ৩০-৪০ টাকা। একদিন আগেও বন্দরে প্রতি কেজি কাঁচামরিচ ১১০-১২০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। হিলি স্থলবন্দরের কাঁচামরিচ আমদানিকারক হারুন উর রশীদ বলেন, দেশের বাজারে কাঁচামরিচের সরবরাহ স্বাভাবিক ও দাম নাগালের মধ্যে রাখতে বন্দর দিয়ে বেশ কিছুদিন ধরেই ভারত থেকে কাঁচামরিচ আমদানি অব্যাহত রয়েছে। সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে নতুন করে কাঁচামরিচ উঠতে শুরু করায় আমদানিকৃত কাঁচামরিচের চাহিদা কিছুটা কমে যাওয়ায় দামও কমতে থাকে। লোকসানের আশঙ্কায় আমদানিকারকরা বন্দর দিয়ে কাঁচামরিচের আমদানি খানিকটা কমিয়ে দিয়েছিলেন। বর্তমানে আবারও দেশের বাজারে কাঁচামরিচের বাড়তি চাহিদা ও দাম ভালো পাওয়ায় আমদানি বাড়িয়েছেন আমদানিকারকরা।