খুলনা থানা পুলিশের অভিযানে স্ত্রী হত্যা মামলার যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

0
122

নিজস্ব প্রতিবেদক:
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) খুলনা সদর থানা কর্তৃক চাঞ্চল্যকর স্ত্রী হত্যা মামলার যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত পলাতক আসামী মোঃ মনিরুজ্জামান বাবু (৪৩)’কে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। আটক আসামী খুলনা থানাধীন চানমারীর ২০ নং ডাঃ আলতাফ হোসেন লেন নিবাসী মো: মোফাজ্জেল হোসেন খানের ছেলে।
জানা গেছে, ২০১৬ সালের ২৩ ডিসেম্বর খুলনা থানাধীন ৪১ চানমারী বাজার মসজিদ গলিস্থ মোহসিন সাহেবের বাড়ীতে স্বামী কর্তৃক স্ত্রী খুন হয়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে লবণচরা থানাধীন মতিয়াখালী ৩য় গলি কবির সাহেবের বাড়ীর ভাড়াটিয়া, মৃত মজিদ শেখের ছেলে ও ভিকটিমের ভাই মোঃ জাহাঙ্গীর হোসেন (৩৬) বাদী হয়ে খুলনা থানার মামলা নং-২৫, তারিখ-২৩/১২/২০১৬, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ দায়ের করেন।
মামলার তদন্তাকারী কর্মকর্তা এসআই/ মোঃ আশরাফুল আলম, তদন্ত শেষে আসামী মোঃ মনিরুজ্জামান বাবু (৪৩) এর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর থেকে উক্ত আসামী অদ্যবধি পলাতক ছিলেন। গত ২০ জানুয়ারি খুলনা থানার একটি চৌকস টিম অফিসার ইনচার্জ, খুলনা থানার নেতৃত্বে খুলনা থানাধীন রুপসা চানমারী এলাকা হতে আসামী মোঃ মনিরুজ্জামান বাবু (৪৩)’কে গ্রেফতার করে। ভিকটিমের পরিবার আসামী গ্রেফতারে খুলনা থানা পুলিশের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মামলার তদন্তাকারী কর্মকর্তা এসআই/ মোঃ আশরাফুল আলম তদন্তশেষে বিজ্ঞ আদালতে উল্লেখিত আসামীর বিরুদ্ধে অভিযোগ পত্র নং-১৬৭, দায়ের করেন এবং বিজ্ঞ মহানগর দায়রা জজ, খুলনা সাক্ষ্য প্রমানের ভিত্তিতে বিচারিক কার্যক্রম শেষে আসামী মোঃ মনিরুজ্জামান বাবু (৪৩)’কে যাবজ্জীবন দন্ডের আদেশ প্রদান করেন।