উন্নত সমৃদ্ধ স্মার্ট নগরী গড়ে তুলতে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে: সেখ জুয়েল এমপি

0
86

খবর বিজ্ঞপ্তি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা—২ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী সেখ সালাহউদ্দিন জুয়েল এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে খুলনাসহ সারা দেশে ব্যাপক উন্নয়ন ও অগ্রগতি সাধিত হয়েছে। এই অঞ্চলের মানুষ উপহার হিসেবে পদ্মা সেতু, মোংলা বন্দর, খুলনা—মোংলা রেলসেতু পেয়েছে। সড়ক ব্যবস্থা, শিক্ষা, চিকিৎসাসহ এ অঞ্চলের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের চিত্র আজ দৃশ্যমান। তিনি এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং খুলনাকে উন্নত সমৃদ্ধ স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে নৌকা প্রতীককে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন মঙ্গলবার (২ জানুয়ারি) রাতে সোনাডাঙ্গা নূরানী মহল্লায় মহানগর আওয়ামী লীগের সদস্য ও ১৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এসব কথা বলেন।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সহ—সভাপতি কাজী এনায়েত হোসেন, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক ও মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন, সংরক্ষিত কাউন্সিলর রোজি ইসলাম নদী, যুবলীগ নেতা জালাল মৃধা, সাবেক ছাত্রলীগ নেতা জয়নাল ফরাজী প্রমুখ। জনসভা সঞ্চালনা করেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নূর ইসলাম ফরাজী।
এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা কাজী জাহিদ হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নূর ইসলাম, সাধারণ সম্পাদক ইউসুফ আলী খান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এ নাসিম, মহানগর মৎস্যজীবী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার শেখ আব্দুল জব্বার, আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম খান, মহানগর যুবলীগ নেতা মোস্তফা শিকদার, মৎস্যজীবী লীগ নেতা আবুল কালাম মোল্লা, নূরানী জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোল্লা মুজিবুর রহমান, সোনাডাঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি জনি বসু, রতন সাহা, মোহাম্মদ আলী, মুসা মোল্লা, আরজু তালুকদার শামীম, রায়হান চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে নূরানী মহল্লা ও মসজিদ কমিটির পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলের নৌকা উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ পরিবেশন করেন শিশু শিক্ষার্থী সৃষ্টি সাহা।