বিএনপি’র মঞ্জুসহ দশ নেতাকর্মীর আগাম জামিন

0
414

বিজ্ঞপ্তি : বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর শাখার সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুসহ খুলনা বিএনপি’র দশ নেতাকর্মী সুপ্রীমকোর্ট থেকে আগাম জামিন লাভ করেছেন। সোমবার সুপ্রীমকোর্টের হাইকোর্ট ডিভিশনের ১১ ও ১৯নম্বর পৃথক বেঞ্চে এ জামিন মঞ্জুর করা হয়। ‘মাদার অব ডেমোক্রেসি’ বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের রাজনৈতিক প্রহসনের মামলায় রায়ের দিন সারাদেশের ন্যায় নগরীর কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে সামনে বিক্ষোভ কর্মসূচিতে পুলিশী হামলা চালিয়ে কয়েকজনকে আটক করে। পরে মহানগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জুসহ ২৮ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫০/৬০জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন (যার নং-১২, ০৮-০২-১৮ইং) খুলনা থানার এস আই সুজিত মিস্ত্রি। এ মামলায় আগে আরও ১১জনকে গ্রেফতার করেছিল পুলিশ; তারা আগেই জামিনে মুক্তি লাভ করেন।
আইনজীবীদের সূত্র জানিয়েছেন, গতকাল হাইকোর্টের বিচারপতি এনায়েতুর রহিম ও বিচারপতি শহিদুল করিমের সমন্বয়ে গঠিত যৌথ বেঞ্চে বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জুকে আট সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছেন। অপরদিকে, একই মামলায় হাইকোর্টের বিচারপতি ওবাইদুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত যৌথ বেঞ্চ আরও নয়জনের আগাম ছয় সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন। আগাম জামিনপ্রাপ্তরা হলেন খুলনা জেলা বিএনপি’র সাধারন সম্পাদক আমীর এজাজ খান, মহানগর বিএনপি’র সহ-সভাপতি এ্যাড. ফজলে হালিম লিটন, নগর যুবদলের সাবেক সভাপতি শফিকুল আলম তুহিন, বর্তমান সভাপতি মাহবুব হাসান পিয়ারু, সাধারণ সম্পাদক চৌধুরী নাজমুল হুদা সাগর, নগর ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক হেলাল আহমেদ সুমন, ২১ ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক শেখ কামাল উদ্দিন, আবু তালেব ও যুবদল নেতা মোঃ জুয়েল। উভয় আদালতে মামলা পরিচালনা করেন সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিষ্ট্রার মাহবুবউদ্দিন খোকন, এ্যাড. মোঃ আনিছুর রহমান খান ও জিএম বাবুল আক্তার সুমন।##