উত্তর বনিকপাড়ায় ঘরের গ্রীল কেটে ডাকাতি

0
283

খানজাহান আলী থানা প্রতিনিধি: নগরীর দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা উত্তর বনিকপাড়া এলাকায় ব্যবসায়ীর বাড়ীতে মঙ্গলবার দিনে দুপুরে ঘরের গ্রীল কেটে ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালঙ্কার নিয়ে গেলেও ফেলে রেখে গেছে সিটি গ্লোল্ডের মালামালসহ গ্রীল কাটার সরঞ্জাম। বাড়ীর সদস্যরা বাড়ীতে চলে আসায় অল্পের জন্য রক্ষা পেয়েছে বড় ধরনের ক্ষতির হাত থেকে। জানা গেছে, ফুলবাড়ীগেট বাজারের ব্যবসায়ী মহেশ্বরপাশা উত্তর বনিকপাড়ার লুৎফর রহমানের বাড়ীতে মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাড়ীর বেড রুমের পিছনের জানালার গ্রীল কেটে ঘরের মধ্যে প্রবেশ করে ফ্রিজের মধ্যে থেকে আলমারীর চাবী বের করে আলমারী খুলে নগদ ৫ হাজার টাকা, স্বর্ণের ১টি চেইন এবং ১টি আংটি নিয়ে গেছে সংঘবন্ধ ডাকাতরা।
লুৎফর রহমানের স্ত্রী শিলা জানান, বাড়ীর কর্তা সকালে দোকানে চলে গেলে বেলা ১১টার দিকে ছেলে-মেয়েকে নিয়ে তিনি ফুলবাড়ীগেট বাজারে যান। বেলা সোয়া ১২টার দিকে বাড়ীর প্রধান ফটকের গ্রীল খুলে দিলে মেয়ে বেড রুমের প্রবেশ করতে গেলে দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পায়। দ্রুত ঘরের পিছনে গিয়ে দেখি একটি জানালার গ্রীল কাটা। পরবর্তিতে রুমের মধ্যে প্রবেশ করে দেখি আলমেরীর তালা খুলে নগদ টাকা, স্বর্ণালঙ্গার নিয়ে খাটের উপর সিটি গোল্ডের আংকটি, চেইন, চুড়ি ছড়ানো সিটানো এবং পাশে একটি রেঞ্চ ও একটি স্কু ড্রাইভার রাখা। তিনি বলেন ঘরের গ্রীলের তালা খুলতে শুনে হয়তা ডাকাতরা পালিয়ে গেছে। দ্রত সময়ে বাড়ীতে না ফিরা হলে হয়তোবা বড় ধরনের ক্ষতি হয়ে যেত। ডাকাতি হওয়ার বাড়ীর পিছনে একটি বাঁশ বাগান আছে যেখানে প্রতিনিয়ত মাদকের আসর চলে বলে এলাকার একাধিক ব্যক্তি জানান। ঘটনার পরপরই দৌলতপুর থানার এস আই কানাইলাল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি দ্রুততম সময়ে অপরাধিদের আটকের আশ্বাস প্রদান করেন।