‘ইরানে সহিংসতায় ব্যবহারের জন্য পাঠানো হয় বিপুল পরিমাণ অস্ত্র’

0
278

খুলনাটাইমস ডেস্ক: ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পাহান শহর থেকে বিপুল পরিমাণ মার্কিন অস্ত্র উদ্ধার করা হয়েছে। ইরানের বিচার বিভাগ জানিয়েছে, দেশটির গোয়েন্দা সংস্থা এসব অস্ত্র উদ্ধার করে। ইরানের বিচার বিভাগের কর্মকর্তা আলী ইস্পাহানি জানান, গত নভেম্বর মাসে ইরানে যে বিক্ষোভের নামে সহিংসতা সৃষ্টি হয়েছিল তাতে এসব অস্ত্র ব্যবহার করার জন্য দেশের পশ্চিমাঞ্চলীয় সীমান্ত দিয়ে আনা হয়। তিনি জানান, অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত থাকার দায়ে এরইমধ্যে পাঁচজনকে আটক করা হয়েছে এবং তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে। ইরানের এ কর্মকর্তা বলেন, ইস্পাহান প্রদেশের নিরাপত্তা বিশেষজ্ঞরাও মনে করছেন, নভেম্বর মাসে যে সহিংসতা হয়েছিল তাতে ব্যবহার করার জন্য এসব অস্ত্র আনা হয়। আলী ইস্ফাহানি বলেন, শত্রুরা ইরানের অভ্যন্তরে অস্ত্র দিয়ে সহিংসতা উস্কে দেয়ার চেষ্টা করেছিল এবং এসব আগ্নেয়াস্ত্র ব্যবহার করে তারা হত্যাকাণ্ড ঘটাতে চেয়েছিল যাতে ইরানের ইসলামি সরকারের ভাবমর্যাদা ক্ষুণ্ন করা যায়।