‘মার্কিন অর্থনৈতিক সন্ত্রাসবাদ রুখতে ইরান-রাশিয়ার সম্পর্ক জোরদার করতে হবে’

0
254

খুলনাটাইমস ডেস্ক: রাশিয়ায় নিযুক্ত ইরানের নতুন রাষ্ট্রদূত কাজেম জালালি তেহরান ও মস্কোর মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন। রাশিয়ার স্পুৎনিক’ বার্তা সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমেরিকার অর্থনৈতিক সন্ত্রাসবাদ মোকাবেলা করার জন্য ইরান এবং রাশিয়ার মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা জোরদার করা দরকার। ইরানের এ কূটনীতিক বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য দু দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক জোরদার করা জরুরি। এর পাশাপাশি দ্বিপক্ষীয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা গভীর করার প্রয়োজন রয়েছে।
কাজেম জালালি বলেন, আমেরিকা যেহেতু ইরান এবং রাশিয়া- দু দেশের বিরুদ্ধেই নিষেধাজ্ঞা দিয়ে আসছে সেক্ষেত্রে আমেরিকাকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার জন্য তেহরান ও মস্কোর মধ্যে সহযোগিতা ঘনিষ্ঠ করার কোনো বিকল্প নেই। এর আগে, বুধবার দিনের প্রথমভাগে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি মন্ত্রিসভার বৈঠকে বলেছিলেন, শুধুমাত্র ইরানের বিরুদ্ধে আমেরিকা অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে আসছে না, বরং মার্কিন এই অবৈধ নিষেধাজ্ঞার শিকার বিশ্বের আরো অনেক দেশ।