ইরানের ওপর থেকে অবিলম্বে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আহ্বান জানাল চীন

0
262

খুলনাটাইমস বিদেশ : ইরানের ওপর থেকে অবিলম্বে একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে চীন। দেশটির মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি লিউ হুয়া বুধবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৪৩তম অধিবেশনে দেয়া বক্তব্যে এ আহ্বান জানান। তিনি ইরানি জনগণের মানবাধিকার লঙ্ঘন রোধ করার উদ্দেশ্যে আমেরিকাসহ পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী দেশগুলোর প্রতি এ আহ্বান জানান। লিউ হুয়া মানবাধিকার পরিষদের বৈঠকে উপস্থিত দেশগুলোকে উদ্দেশ করে বলেন, কোনো দেশের সম্মতি না নিয়ে সেই দেশের ওপর বাইরে থেকে কোনো ব্যবস্থা চাপিয়ে দিলে তার ফলে আলোচনার পরিবেশ তৈরি হয় না। এর মাধ্যমে মানবাধিকার পরিস্থিতিরও উন্নতি করা যায় না বলে তিনি মন্তব্য করেন। আমেরিকা ইরানকে ‘আলোচনায় বসানোর উদ্দেশ্যে’ তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে যে দাবি করছে তার প্রতি ইঙ্গিত করেই তিনি দৃশ্যত একথা বলেন। বর্তমান স্পর্শকাতর সময়ে ইরানের সরকার ও জনগণ প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় আত্মনিয়োগ করেছে উল্লেখ করে চীনের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি বলেন, চীন করোনাভাইরাস শনাক্ত করার কিটসহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ইরানের পাশে দাঁড়িয়েছে। এমনকি এই রোগে আক্রান্তদের চিকিৎসা করার জন্য একদল স্বেচ্ছাসেবী চিকিৎসকও ইরানে পাঠানো হয়েছে। এ অবস্থায় চীন বিশ্বের অন্যান্য দেশকেও ইরানের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য আহ্বান জানাচ্ছে বলে লিউ হুয়া উল্লেখ করেন। সৃত্র – পার্সটুডে