ইতালিতে আগামী ৩ এপ্রিল পর্যন্ত সব খেলা বন্ধ

0
306

খুলনাটাইমস স্পোর্টস: করোনাভাইরাসের কারণে আগামী ৩ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রীড়া ইভেন্ট স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ইতালির শীর্ষ ক্রীড়া সংস্থা। দেশটির স্পোর্টস ফেডারেশনগুলোর সাথে আলোচনা করে ইতালির জাতীয় অলিম্পিক কমিটি (সিওএনআই) সোমবার এক বিবৃতিতে জানায়, তারা এ বিষয়ে সরকারকে ব্যবস্থা নিতে বলেছে। দেশটির সরকার আগেই ঘোষণা দিয়েছিল, শীর্ষ ফুটবল প্রতিযোগিতা সেরি আ সহ সব ধরনের ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হবে দর্শকশূন্য মাঠে। ভাইরাসটির সংক্রমণ এড়াতে এই ঘোষণা দেওয়া হয়। দেড় কোটি মানুষকে কোয়ারেন্টিনে রাখার মতো নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েও নভেল করোনাভাইরাস সংক্রমণ সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশটি। ইউরোপের দেশটিতে একদিনে ১৩৩ জনের মৃত্যুর খবর এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। ইতালির সরকারি দপ্তরের তথ্য অনুযায়ী ১৩৩ জনকে নিয়ে রোববার দিনশেষে দেশটিতে কভিড-১৯ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬৬।