ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত নিহত ১২ জন সাংবাদিক

0
145
ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত নিহত ১২ জন সাংবাদিক

টাইমস আন্তর্জাতিক: গত ২৪ ফেব্রæয়ারি রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের ঘোষণার মধ্য দিয়ে ইউক্রেনে হামলা শুরু করে রুশ বাহিনী। এরপর থেকে গতকাল রোববার পর্যন্ত টানা ৩২ দিনের মতো চলছে দেশ দুইটির লড়াই। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। ইউক্রেনের প্রধান প্রসিকিউটর ইরিনা ভেনেদিকতভা বলেছেন, রাশিয়ার আগ্রাসনের পর থেকে এখন পর্যন্ত ১২ জন সাংবাদিক নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ১০ জন সাংবাদিক। তবে এ নিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। ইরিনা আরও বলেন, নিহত সাংবাদিকদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড ও রাশিয়ার মিডিয়া কর্মীরা। আহতদের মধ্যে রয়েছেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, সুইজারল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাতের রিপোর্টার।