ইউএনও’র উপস্থিতিতে মুসলেকা দিয়ে রেহায় পেলো অভিভাবক

0
502

মইনুল ইসলাম, আশাশুনি:
আশাশুনি উপজেলার বুধহাটা এন,এস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৭ম শ্রেণির ছাত্রীর বাল্য বিবাহের তোড়জোড়ের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাল্য বিবাহ বন্দ করলেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।
জানাগেছে, শনিবার উপজেলার বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামের মান্নান বিশ্বাসের স্কুল পড়–য়া মেয়ের বিবাহের জন্য নিজ বাড়ীতে অনুষ্ঠানের আয়োজন করেন। বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট মীর আলিফ রেজা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাল্য বিবাহের অনুষ্ঠান পন্ড করে দেন। এসময় স্কুল ছাত্রীর অভিভাবকবৃন্দ বিজ্ঞ আদালতকে লিখিত মুসলেকা দেন তাদের মেয়ের বয়স ১৮বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়েকে তারা বিয়ে দেবেন না। ভ্রাম্যমান আদালত চলাকালে সহকারী মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন চৌধুরী, আশাশুনি থানা পুলিশ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।