পাইকগাছায় রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধা মোবারক বিশ্বাসের দাফন সম্পন্ন

0
143

নিজস্ব প্রতিবেদক:
পাইকগাছায় রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী বিশ্বাসের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার গড়ইখালীর কুমখালীতে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে। ঐ দিন সকাল সাড়ে ১১ টায় বার্ধক্যজনিত কারণে বীর মুক্তিযোদ্ধা মোবারক বিশ্বাসের মৃত্যু হয়।

বীর মুক্তিযোদ্ধা মোবারক বিশ্বাসের জানাযায় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডঃ সোহরাব আলী সানা, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু,উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, সাবেক উপজেলা চেয়ারম্যন রশীদুজ্জামান, গড়ইখালী ইউপি চেয়ারম্যান রুহুল আমীন বিশ্বাস, সাবেক চেয়ারম্যন মনছুর আলী গাজী, ইউনিয়ন আলীগ সম্পাদক এসএম আয়ুব আলী, প্যানেল চেয়ারম্যান আব্দুস ছালাম কেরু সহ স্থানীয় নানা শ্রেণি পেশার মানুষ।

এ সময় উপস্থিত জনসাধারণ ও বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন ও জাতির পিতা বঙ্গবন্ধুর আহবানে ঐতিহাসিক মহান স্বাধীনতা যুদ্ধে তাঁর সাহসী অবদানের কথা স্বরণ করে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন খুলনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ সোহরাব আলী সানা। এ দিকে বীর মুক্তিযোদ্ধা মোবারক বিশ্বাসের মৃত্যুতে পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু, ইন্ডিপেন্ডেন্টবিডি.নিউজ’র সম্পাদক ও প্রকাশক শেখ দীন মাহমুদ শোকহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক বিবৃতি প্রদান করেছেন।

খুলনা টাইমস/এমআইআর