আশাশুনি ইউএনও করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করে চলেছেন

0
365

মইনুল ইসলাম, আশাশুনি প্রতিনিধি: প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা পালনে অগ্রণী ভূমিকা রেখে সর্বদা কাজ করে চলেছেন, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ছুটে চলেছেন উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। জনগণকে সচেতন করা, সামাজিক দূরত্ব ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি নিন্ম আয়ের মানুষের খোঁজ-খবর রাখছেন তিনি। ভাইরাসকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্য বৃদ্ধি করতে না পারে এ জন্য উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বাজার মনিটারিং করে নিত্যপণ্যের দাম বেশি রাখায় কয়েকজন দোকানীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানাও করেন তিনি। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত সাতক্ষীরা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল মহোদয়ের নির্দেশে বিভিন্ন পয়েন্টে সামাজিক দূরত্ব বজায় রাখতে জনসচেতনতামূলক অভিযান পরিচালনা করেন মীর আলিফ রেজা। এছাড়া, উপজেলার বুধহাটা বাজার, কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি ও হাজীর হাটখোলা বাজার, কাদাকাটি বাজার এবং বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজার মনিটরিং, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক ব্যবহারে জনগনকে সচেতন করেন তিনি। একই সাথে চায়ের দোকান খোলা রাখায় এবং সেখানে আড্ডা দেয়ায় দোষী ব্যক্তিদের জরিমানা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।