আশাশুনিতে করোনা ভাইরাস প্রতিরোধে সেনা সদস্য ও প্রশাসনের কার্যক্রম

0
341

মইনুল ইসলাম, আশাশুনি প্রতিনিধি: প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধ ও জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে আশাশুনি উপজেলার বিভিন্ন বাজারে সেনা সদস্য ও উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সোমবার উপজেলার বুধহাটা ও শ্রীউলা ইউনিয়নে এ কার্যক্রম পরিচালনা করা হয়। করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দুপুরে সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানা ও সেনা বাহিনীর ক্যাপ্টেন তাসসির ও অন্য সদস্যবৃন্দ বুধহাটা ও শ্রীউলা ইউনিয়নে বিভিন্ন বাজারে গমন করেন। এসময় বাজারে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, জীবানু নাশক স্প্রে ও বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। বাজারের ক্রেতাদের অবস্থানের জন্য চুন লাগিয়ে চিহ্নিত করে দেওয়া হয়। ক্রেতা-বিক্রেতা সকলকে মুখে মাক্স ব্যবহার, দ্রুত বাজার ত্যাগ করার জন্য সকলকে উদ্বুদ্ধ করা হয়। সকল বাজারে গ্রাম পুলিশরা সার্বক্ষণিক নিয়ম অমান্য না হয় সেজন্য অবস্থান নিয়ে দায়িত্ব পালন করছেন।